দুদিন আগেও সমগ্র পশ্চিমবঙ্গে বন্যা এবং ভারী বৃষ্টির এই দুইয়ের করালবন্ধনে অতিষ্ঠ অবস্থা হয়েছিল সকলের, তবে ঠিক পূজো আসতেই যেন কালো মেঘের ছায়া সমগ্র পশ্চিমবঙ্গের আকাশ থেকে একেবারে মুছে গেল, তবে এর মত বিভিন্ন নিউজ চ্যানেল এবং প্রতিষ্ঠান থেকে জানানো হচ্ছে যে পুজোর সময় বৃষ্টিপাত হতে পারে, এই নিয়ে আমাদের একটি বিস্তারিত আলোচনা খুব শিগগিরই আসতে চলেছে এবং আমরা সবসময়ই বলে এসেছি যে ও নিউজ চ্যানেলের ভুয়ো প্রতারণা থেকে বিরত থাকতে তবে আমাদের বিশেষজ্ঞদের মতে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের কারণে পুজোর প্রথম দুদিন অর্থাৎ ষষ্ঠী ও সপ্তমীতে স্থানীয়ভাবে খুব স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এবং মহালয়া থেকে পঞ্চমী পর্যন্ত রাজ্যের প্রায় সর্বত্র বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে পুজোর শেষের দিকে আবহাওয়া প্রধানত পরিষ্কার থাকবে যা বিসর্জন প্রক্রিয়া এবং বাঙালির আনন্দের উৎসব কে আরো আনন্দময় করে তুলবে, পুজোর সময় বঙ্গোপসাগরে কোনরকম ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও নেই যদিও আমাদের বিশেষজ্ঞদের তারা আশা করা হচ্ছে যে পুজোর শেষের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে কোন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হলেও হতে পারে তবে তার প্রাথমিক অভিমুখ এবং কোনরকম প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ও উত্তর বঙ্গপসাগরে থাকবে না |
আবহাওয়া সংক্রান্ত এইরকমই আরো সঠিক তথ্য ও খবর পেতে আমাদের সাথে জুড়ে থাকুন এবং আমরা আশা করি আপনাদের পূজো আনন্দময় হয়ে উঠবে
ধন্যবাদ
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteThank you
ReplyDelete