Sunday, September 29, 2024
সামনেই পুজো , এরই মধ্যে আগামী দিনে কিরকম থাকতে চলেছে আবহাওয়া, চলুন তা জেনে নেওয়া যাক ......
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের স্বাগতম জানাই। যত দিন যাচ্ছে তত এগিয়ে আসছে পুজো , পুজোর আগে মানুষের মনে এখন একটাই চিন্তা পুজোতে বৃষ্টি হবে কিনা ? বিগত বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত বলা যেতে পারে তাণ্ডব চালিয়েছে, যার জেরে মানুষের মধ্যে এই আশঙ্কা সৃষ্টি হয়েছে । তবে আগামী দুই তারিখ মহালয়ার দিন দক্ষিণবঙ্গে শরৎ কালের পেঁজা তুলোর মেঘ দেখা যাবে । বিক্ষিপ্ত ভাবে কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝির বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে স্থান বিশেষে রৌদ্রজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাবে মহালয়ার দিন উত্তরবঙ্গে। আগামী দিনে দক্ষিণবঙ্গে মোটামুটি ভাবে রৌদ্রজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাবে এবং কোন কোন অঞ্চলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টির ফলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের বৃষ্টিপাত ক্রমশ কমবে এবং আবহাওয়ার উন্নতি ঘটবে । তাই আগামী দিনে পুজোর আবহে মেতে উঠবে আপামর বাঙালি এবং আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য জানতে অবশ্যই চোখ রাখবেন আমাদের পেজে ।
No comments:
Post a Comment