#Weatherofwestbengal
নিজস্ব সংবাদদাতা: মাল্টি মডেল ইন সিম্বল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একুশে অক্টোবরের আশেপাশে আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যার জন্য ফের ঝুঁকির মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। সাধারণভাবে বিশ্লেষণ করে দেখা যায় ২০শে অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত সময় সীমার মধ্যে তৈরি হওয়া ঘূর্ণিঝড় গুলির অভিমুখ থাকে সাধারণত উত্তর দিকেই বেশি। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ঘূর্ণিঝড়ের ঝুঁকি অনেকটাই বেশি থাকে কিন্তু এবারেও বঙ্গোপসাগরের পরিস্থিতি কি সেরকম ইঙ্গিত দিচ্ছে নাকি অন্য কিছু হতে পারে। গ্লোবাল ফোরকাস্টিং মডেল ইউরোপিয়ান মিডিয়াম রেঞ্জ ফোরকাস্টিং মডেল কানাডিয়ান মডেল বিভিন্ন রকম মডেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে নিম্নচাপের অভিমুখ হতে পারে প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ উড়িসার প্যারালালী নিম্নচাপটি এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরেই ঘটবে টুইস্ট যেহেতু বর্ষা বিদায় নিয়েছে ভারতের বিভিন্ন অংশ থেকে এছাড়া সক্রিয় হয়ে উঠেছে উত্তর-পশ্চিম ভারতের উচ্চচাপ বলয় এর পাশাপাশি মায়ানমারের ওপর একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে যার জন্য নিম্নচাপটি পরবর্তী পর্যায়ে রিকার্ভ নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে, এখন প্রশ্ন হলো নিম্নচাপটি উড়িষ্যায় আঘাত হেনে তারপর কি উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে নাকি তার আগেই উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। যদি নিম্নচাপটি ওড়িশা প্রবেশের আগেই উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করে সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত সবচেয়ে বেশি ঝুঁকি থাকবে এখনো পর্যন্ত এই সম্ভাবনা টাই সব থেকে বেশি হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আরেকটি সম্ভাবনার কথা বলা যায় নিম্নচাপটি ওড়িশা উপকূল অতিক্রম করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হলে সেক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভাল রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি তৃতীয় সম্ভাবনাটির কথা উল্লেখ করা যেতে পারে। যেখানে নিম্নচাপটি তৈরি হয়ে দুর্বল হিসাবে, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা, দ্বিতীয় পথের তুলনায় কম থাকবে। এখনো পর্যন্ত প্রথম ও দ্বিতীয় সম্ভাবনাটি সব থেকে বেশি উঠে আসছে আপার এয়ার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং তারপর কি হবে তা এখনই সুস্পষ্ট ধারণা দেয়া যাচ্ছে না তাই আরো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। নিম্নচাপে সুস্পষ্ট গতিবিধি জানার জন্য। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ থাকায় সিস্টেমটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেক্ষেত্রে কতটা শক্তিশালী ঘূর্ণিঝড় হবে তা এখনই বলা সম্ভব নয় তবে ঘূর্ণিঝড় হতে পারে। সর্বোপরি বলতে পারা যায় নিম্নচাপটি উড়িষ্যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যেখানেই যাক না কেন পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গে কালী পূজার আগে, বৃষ্টির সম্ভাবনাকে কিছুটা বাড়িয়ে তুলবে।
No comments:
Post a Comment