রাজ্যে ফিরছে শীত কলকাতা থেকে এই মাসের শেষে অনুভূতি হতে পারে হাড় কাঁপানো শীত? - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, November 13, 2024

রাজ্যে ফিরছে শীত কলকাতা থেকে এই মাসের শেষে অনুভূতি হতে পারে হাড় কাঁপানো শীত?

 


অবশেষে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রী সেলসিয়াসের  কাছে পৌঁছল বা তার নিচে নামলো | এদিন দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বনিম্ন সকালে, এছাড়াও হাওড়া, হুগলি যেটাতে ও সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি ছোয় এই দিন | একমাত্র কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলার তাপমাত্রা  কুড়ি ডিগ্রী সেলসিয়াস এর ওপরে ছিল তবে তা খুব সামান্যই | আগামী দিনে ক্রমশ উত্তরে হওয়ার প্রভাবে এই সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা হয়তো এই সপ্তাহে শেষেই হতে পারে | তবে অনেকের মানেই প্রশ্ন যে নভেম্বর মাসের মাঝামাঝি এসে গেল কেন এখনো হাড় কাঁপানো শীত পরছে না | তার উত্তরে বলে রাখার প্রয়োজন যে নভেম্বর মাসের একদম শেষের দিকেই দক্ষিণবঙ্গে প্রকৃত শীতের অনুভূতি আছে এবং গত বছরও নভেম্বরের ২৩ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার ১৮. ৯ ডিগ্রিতে নেমেছিল যা গোটা নভেম্বর মাসের মধ্যে সর্বনিম্ন ছিল | এই মাসের প্রায় অনেকটা সময় জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকার সম্ভাবনা আছে তবে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর কমে এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা নেমে যাওয়া সম্ভাবনা খুবই কম কারণ এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে দক্ষিণ দিকে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে নিম্নচাপ সৃষ্টি হতে পারে যা ক্রমশ্য ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যদিও তার সম্ভাবনা এই মুহূর্তে কম তবে কোন নিম্নচাপ তৈরি হলেও তার প্রভাবে পূর্ব উপকূলে মেঘের পরিমাণ এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের সঞ্চার বাড়বে যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা কমার সুযোগ পাবে না রাত্রিবেলাতে যার ফলে এই বছরে নভেম্বর মাসে এই মুহূর্তে আমরা কোনরকম শৈত্যপ্রবাহ বা হাড় কাঁপানো ঠান্ডা  নাও পেতে পারি তবে ক্রমশ একটা শীতের আমেজ খুব শিগগিরই অনুভূত হতে পারে কলকাতাতে আগামী দিনে যা একটি পিকনিক তৈরি করার আদর্শ পরিবেশ তৈরি করবে |


এরকমই আবহাওয়া সংক্রান্ত আরো নিত্য নতুন আপডেট পেতে ও নিজেকে সবসময় আপডেটেড রাখতে জুড়ে থাকুন আমাদের সাথে সদা সর্বদা

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......