Saturday, November 23, 2024
বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী দিনে কিরকম থাকতে চলেছে বাংলার পরিস্থিতি চলুন জেনে নেওয়া যাক.....
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ব্লগস্পট এ স্বাগতম জানাই। চলুন দেখি নি আগামীদিনের বাংলা একই রকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে । আমরা আজ ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুমাত্রা উপকূলের কাছে সৃষ্ট নিম্নচাপটি ২৩ শে নভেম্বর সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই সিস্টেমটি ২৪ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে ও ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যার ফলে সিস্টেমটি পরবর্তী পর্যায়ে শক্তি বৃদ্ধি করে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হবে। তাই আগামী তিন দিনে উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে ১২ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা এবং উত্তরবঙ্গের সমতল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অপরদিকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আগামী তিন দিন ।তবে যদি আমরা জানি যে ডিসেম্বরে কি রকম থাকতে চলেছে শীতের পরিস্থিতি তবে বলা যায়, পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গে জেলাগুলিতে সর্বনিম্ন 10 থেকে 15 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা নামতে পারে। এবং বাকি সমস্ত অঞ্চলে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পার ডিসেম্বরে । তবে আগামী দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বেশ কিছু অঞ্চলে কিন্তু হালকা কুয়াশা দেখা যেতে পারে । এরকম বিস্তারিত তথ্য আরো পেতে অবশ্যই আমাদের পেজ ফলো করে নিন ।
No comments:
Post a Comment