Sunday, November 24, 2024
বঙ্গোপসাগরের ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আগামী দিনে বাংলায় কিরকম পরিস্থিতি থাকতে চলেছে আবহাওয়া চলুন তা জেনে নেওয়া যাক
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ব্লগ স্পটে স্বাগতম জানাই । বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ টি সুস্পষ্ট নিম্নচাপ রূপের অবস্থান করছে এবং আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমে প্রভাবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ২৫ থেকে ২৭ শে নভেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে । যার প্রভাবে পশ্চিম ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও উত্তল সমুদ্র দেখা যাবে।ফলে জলোচ্ছ্বাসে সতর্কতা জারি করা হচ্ছে এবং মৎস্যজীবীদের ওই সমস্ত অঞ্চলে মৎস্য সংগ্রহ করতে যেতে নিষেধ করা হচ্ছে । আগামী দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সেরকম কোন সম্ভাবনা নেই এবং তাপমাত্রা থাকতে চলেছে সর্বনিম্ন ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তবে আগামী দু তিন দিন উত্তরবঙ্গে পার্বত্য জেলা এবং দক্ষিণ বঙ্গের উত্তরে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে কলকাতা মহানগরীতে অতিরিক্ত বায়ু দূষণের জন্য হালকা ধোঁয়াশা দেখা দিতে পারে কিছু অংশে। এরকমই আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে চোখ রাখুন আমাদের পেজে ।
No comments:
Post a Comment