Wednesday, November 27, 2024
শীতের মাঝে দক্ষিণবঙ্গের আকাশে কি আবার বৃষ্টির সম্ভাবনা !! চলুন তা জেনে নি ....
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পটে স্বাগতম জানাই। ঘূর্ণিঝড় ফেঙ্গাল সম্পর্কিত আপডেট প্রথমেই জেনে নেওয়া যাক। বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত অতি কবি নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়বে না তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পার্শ্ববর্তী কিছু অঞ্চলে। বস্তুত বলে যায় শীতের মাঝে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই ঘূর্ণিঝড়ের সেরকম কোনো প্রভাব পশ্চিমবঙ্গের আর কোথাও পড়বে না। বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কুয়াশা প্রভাব বাড়বে গোটা বঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা সৃষ্টি হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় জলীয় বাষ্প ডুকছে যার প্রভাবে কুয়াশা সৃষ্টি হবে । আজ উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দার্জিলিঙে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়া জেলায় যা ছিল ১০.৫ ডিগ্রি এর কাছাকাছি। আবহাওয়া সম্পর্কিত এরকম আরো তথ্য বিস্তারিত পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন।
No comments:
Post a Comment