Thursday, November 28, 2024
বঙ্গোপসাগরে অবস্থিত অতি গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া কি রকম পরিবর্তন হতে চলেছে চলুন তা জেনে নেওয়া যাক...
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ব্লগস্পটে স্বাগতম জানাই। আপনারা জানেন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমান একটি অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং এই সিস্টেমটি আগামী সময় তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে যার জেরে তামিলনাড়ুতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এর কি রকম প্রভাব পড়ে পশ্চিমবঙ্গে চলুন তা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই সিস্টেমের প্রভাবে মেঘাচ্ছন্নতা ও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মেঘাচ্ছন্ন থাকার দরুন এই সিস্টেমে প্রভাবে তাপমাত্রার তারোতম্য বেশ খানিকটা কমবে অর্থাৎ বলা যায়, বেলার দিকেও বেশ কিছুটা ঠান্ডা অনুভূতি পেতে পারে দক্ষিণবঙ্গ। তবে এই সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের বা দুর্যোগে কোনরকম কোন সম্ভাবনা নেই শুধুমাত্র সিস্টেমের কিছু ব্যান্ড ঢোকার ফলে উপকূলে গুলিতে এবং দক্ষিণবঙ্গে আরো কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে আপাতত কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গে অনেকটাই কমে দাঁড়াবে এবং ভোরের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা দেখা যেতে পারে যদি আপনার আগামী দিনে পুরীতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু বলা যায় আগামী কাল থেকে পুরীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর এ সৃষ্ট নিম্নচাপটির প্রভাবে এবং এই বৃষ্টিপাত আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত জারি থাকবে যার ফলে পুরুষ সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে । এবং আজ উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঝাড়গ্রামে ১৩ ডিগ্রী সেলসিয়াস । এরকম আবহাওয়া সম্পর্কিত আরও তথ্য বিস্তারিত পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন।
No comments:
Post a Comment