নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ ব্লগ স্পটে স্বাগতম জানাই। আগামী দিনে কিছুদিন তাপমাত্রা কমার সম্ভাবনা আছে তারপরে কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আকাশে । আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপের প্রভাবে যা আগামী দিনের শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হতে পারে এবং তার প্রভাবে আগামী দিনে বিশেষ করে বলা যায় উনিশ-কুড়ি এবং ২১ তারিখে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের প্রভাবে দিনের ও রাতের তাপমাত্রার তারতম্য বেশ খানিকটা কমবে । বিশেষ করে বলা যায় যে সর্বোচ্চ তাপমাত্রা বেশ খানিকটা নেমে আসবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। এবং এই বৃষ্টিপাতের ফলে চাষাবাদের প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে । তাই কৃষক ভাইদের কাছে আমাদের একান্ত অনুরোধ তারা যেন নিজেদের ফসল সুরক্ষিত রাখে এবং আবহাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়। অর্থাৎ বস্তুতভাবে বলা যায় যে আগামী দিনে তাপমাত্রা কিছুটা নামলেও তারপরে বৃষ্টির প্রভাবে আগামী বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসময়ের এই বৃষ্টিতে শরীর খারাপ পোকামাকড়ের উৎপাত বেড়ে যাবে । আবহাওয়া সংক্রান্ত এরকম আরো তথ্য বিস্তারিত পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন ।
No comments:
Post a Comment