বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে ... - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, December 19, 2024

বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে ...


নমস্কার আপনাদের সকলকে  ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পট এ স্বাগতম জানাই। বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আকাশের বৃষ্টির কথা জানানো হচ্ছিল । সেইমতো আগামী ২০শে ডিসেম্বর এবং ২১শে ডিসেম্বর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্তভাবে উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা পতন হয়ে শীতল দিনে পরিস্থিতি তৈরি হতে পারে উক্ত দিন গুলিতে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে মাঝারি বৃষ্টি এবং সংলগ্ন বর্ধমান নদীয়া , হুগলী, ঝাড়গ্রাম ও কলকাতাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরশু । এই বৃষ্টিপাত শেষ হওয়ার পর রবিবার সকালে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতিতে সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা এর দেখা মিলতে পারে যার ফলে কুয়াশা জনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আগামী ২ দিন ক্রমাগত বৃষ্টিপাতের ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে বেশিরভাগ জায়গায় দক্ষিণবঙ্গের। বিশেষ করে বলা যায় ঘন কুয়াশার সতর্কতা ২২ সে ডিসেম্বর ২০২৪ রবিবার সকালে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে । দৃশ্যমানতা নেমে যাতে পারে ১০০ মিটারের নীচে। ঘন কুয়াশার সঙ্গে শীতল উত্তরে বাতাসের প্রবাহ যেন দার্জিলিং এর মত আবহাওয়ার পরিস্থিতি তৈরি করবে । আবহাওয়া সম্পর্কিত এরকম তথ্য পেতে অবশ্যই ফলো করে নিন ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......