Sunday, January 26, 2025
আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি চলুন জেনে নেওয়া যাক।
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগ স্পটে স্বাগতম জানাই। আজ ২৬ তারিখ অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাই সকলকে এটি ভারতবাসীর গর্ব এবং আজ প্রজাতন্ত্র দিবসের দিন ভোরবেলা কিন্তু বেশ ভাল রকম ঠান্ডা। অনুভব করা গেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং আগামী দিন ওই একই রকম পরিস্থিতি বজায় থাকবে। তবে দুদিন পর থেকে কিন্তু আবার কিছুটা হলো তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে। বর্তমানে হালকা কুয়াশা সম্পন্ন রয়েছে শালা পশ্চিমবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এই মুহূর্তে কোনরকম কোন দুর্যোগের সম্ভাবনা নেই এবং হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। একমাত্র উত্তরের এবং পশ্চিম অঞ্চলের জেলা ছাড়া বাকি সমস্ত অঞ্চলে ১০র উপরে তাপমাত্রা থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী দিনে এরকমই থাকতে চলেছে সারা পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি, তাই আজ আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এই পর্যন্ত আরো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন।।
No comments:
Post a Comment