পশ্চিমবঙ্গে পড়তে চলেছে তুষারপাত? - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, January 06, 2025

পশ্চিমবঙ্গে পড়তে চলেছে তুষারপাত?



একদম ঠিক দেখছেন পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় হালকা তুষারপাত সম্ভাবনা রয়েছে। যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত সুখবর যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি সমতল অঞ্চলে কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকবে এই ঘন কুয়াশার কারণে। এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা অনেকটা বৃদ্ধি পাবে যার ফলে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় কিন্তু গরম অনুভুতি হবে তবে সেটি কিন্তু সাময়িক। আগামী ৭২ ঘণ্টার পর থেকে আবারো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা কমবে যার ফলে কিন্তু জাঁকিয়ে শীত অনুভূতি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমাঞ্চল জেলাগুলিতে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে এবং কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা সৃষ্টি হতে পারে। আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক থাকবে আপাতত কোনো রকম দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে। শীতের যা অবস্থা তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আগামীদিনে ৭ থেকে ৯ ডিগ্রি কাছাকাছি থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। এতে বোঝাই যাচ্ছে যে আগামী দিনে কিন্তু শীত আসছে।
Prediction By:- Weather Of West Bengal Team‌ 06.01.2025

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......