⭐ ⛈ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেল বছরের প্রথম কালবৈশাখী! সপ্তাহ শেষে আরো ঝড়ঝড় বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গে  ⛈ - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, February 21, 2025

⭐ ⛈ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেল বছরের প্রথম কালবৈশাখী! সপ্তাহ শেষে আরো ঝড়ঝড় বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গে  ⛈

 

ঠিক পূর্বাভাস মতই ভোরবেলা আকাশ অন্ধকার করে ধেয়ে এলো মরশুমের প্রথম কালবৈশাখী| এদিন প্রায় সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঝাড়খণ্ডের রাজধানী রাচি সংলগ্ন অঞ্চলে উৎপন্ন হয়  কালবৈশাখীর প্রথম মেঘ | এরপর সেটি ক্রমশ পূর্ব দিকে সরে আরো সুগঠিত হয় ক্রমে অগ্রসর হয় ঝাড়খণ্ডের জামশেদপুর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমের উপরে সকাল ছয়টা থেকে আটটার মধ্যে | সেই সময় এই বজ্র ঝড়ের  জন্য প্রায় আকাশ কালো করে ঘন্টায় ৫৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি নেমে আসে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং সংলগ্ন ঝাড়খণ্ডের জামশেদপুর অঞ্চলে | এরপর এটি ক্রমে পূর্ব দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতার ওপরে বয়ে যায়  সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে যার ফলে এই সমস্ত অঞ্চলের বেশ কিছু অঞ্চলে ঘন্টায় প্রায় ৮০  কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বর্ধমানে মেঘ ফাটা বৃষ্টি লক্ষ্য করা যায় | এই কালবৈশাখীর প্রভাবে সমগ্র পশ্চিমবঙ্গের  তাপমাত্রার প্রায় ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস মত পতন লক্ষ্য করা যায় | পরবর্তীকালে এটি ক্রমশ বাংলাদেশ বঙ্গোপসাগরের উপরে মিলিয়ে যায় যদিও যাওয়ার আগে দক্ষিণ ২৪ পরগনার উপর দিয়েও প্রায় ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয় | সপ্তাহ শেষে বিশেষ করে শনি রবিবার সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে |


আবহাওয়া সংক্রান্ত খবর পেতে জুড়ে থাকুন আমাদের সাথে


No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......