Tuesday, March 04, 2025
ফের একবার ঠান্ডার দেখা মিলবে নাকি বঙ্গে !? চলুন জেনে নেওয়া যাক...
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পট এ স্বাগতম জানাই। বর্তমানে বেশ ভাল রকম বড় লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে কিন্তু অপরদিকে উত্তরবঙ্গের প্রস্তুতি কিন্তু বেশ মনোরম বলাই চলে। তবে আগামী দিনে এই তাপমাত্রা বাড়ার মাঝে কিছুটা হলেও তাপমাত্রা কমার ইঙ্গিত মিলছে। আর বিশেষ করে বলা যায় ৭ তারিখ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা পারদ কিন্তু ক্রমশ নামতে চলেছে। যেখানে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকতে পারে এবং কলকাতা ও তৎ সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে যা কিন্তু বর্তমানে তুলনায় বেশ খানিকটা কম। অর্থাৎ ৭ ই মার্চ থেকে সমগ্র পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এমনটাই আশা করা হচ্ছে। তবে একদম দক্ষিণের জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২১ ডিগ্রি এর কাছাকাছি থাকতে পারে। তবে এরপর আবার ক্রমশ আস্তে আস্তে গরম বাড়তে চলেছে এবং এই মুহূর্তেই কোনরকম কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবার সংক্রান্ত এরকম বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন।
No comments:
Post a Comment