Friday, May 16, 2025
অবশেষে কমলো কিছুটা তাপমাত্রা .... তবে এবার কি বাড়ছে বৃষ্টির সম্ভাবনা!? জেনে নিন
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পটে স্বাগতম জানাই। বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কয়েক অঞ্চলে বেলা বাড়ার পর অর্থাৎ সন্ধ্যের দিকে আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করেছি । আজ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গেছে পুরুলিয়া অঞ্চলে যা ছিল 40.7 ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি তবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে 35 থেকে 37 ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রার লক্ষ্য করা গেছে আজ। মোটামুটি ভাবে কিছুটা হলেও তাপমাত্রা কমেছে বিগত বেশ কয়েক সপ্তাহের তুলনায়। আগামী দিনে একই রকম তাপমাত্রা বজায় থাকবে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে। তবে আস্তে আস্তে প্রতিদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হারে বাড়তে থাকবে কারণ প্রাক বর্ষার বৃষ্টি আর কিছুদিনের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে। অপরদিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন তাই সকলের সাবধানে এবং সতর্ক থাকুন কারণ ভারী বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। 28শে মে থেকে 3রা জুন এই সময়সীমার মধ্যে কলকাতা হাওড়া তৎসংলগ্ন অঞ্চলে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তাই আশা করা যায় যে এতদিন ধরে যে তাপমাত্রার দাপদাহ চলছিল তা কিছুটা হলেও এবারে কমবে সারা বঙ্গ জুড়ে। তবে তাপমাত্রা কমলেও অস্বস্তি কর ব্যবসা একটা গুমোট গরম কিন্তু এখনো লক্ষ্য করা যাবে । আবহাওয়া সংক্রান্ত এরকম তথ্য হবে বিস্তারিত পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন।
No comments:
Post a Comment