প্রথমেই আপনাদের সকলকে আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগতম জানাই । আপনারা যারা এই ব্লগটি পড়ছেন , আপনারা আগত আবহাওয়া সম্পর্কে নানান জায়গায় ভিন্ন ভিন্ন মত শুনছেন । কোন মিডিয়া বা কোন চ্যানেল থেকে বলা হচ্ছে শক্তি আসছে আবার কোন মিডিয়া বা অন্য কোন চ্যানেল থেকে বলা হচ্ছে মন্থা আসছে । কেউ কেউ আবার আগামী দু'ঘণ্টার মধ্যে আসছে পড়তে চলেছে ঘূর্ণিঝড় এরকম ট্যাগ লাইন ইউজ করে ফেলছে। আপনাদের প্রথমেই জানি এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই । বর্তমানে ভারতের দুই প্রান্তে অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগরে একটি ট্রপিকাল সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যেখানে আরব সাগরের সিস্টেমটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এবারে প্রশ্ন হল বঙ্গোপসাগরে আগামী দিনে কি হতে চলেছে ? বঙ্গোপসাগরে আপাতত নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যা ২৬ থেকে ৩০সে মে এই সময়সীমার মধ্যে তৈরি হতে পারে। এরপর ক্রমশ এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল বর্তী এলাকায় এবং উড়িষ্যা পেতে পারে ভারী বৃষ্টিপাত, তাই এই সমস্ত অঞ্চলে ওই সময় সর্তকতা জারি করা হচ্ছে । তবে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে। তাই জন্য আপনারা সকাল থেকে মেঘের আনাগোনা দেখতে পাচ্ছেন এবং গরম তুলনামূলকভাবে অনেকটাই কমেছে। এখন আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা সবসময় ছাতা নিয়ে বেরবেন কারণ যেকোনো সময় যে কোন জায়গায় বৃষ্টিপাত নামতে পারে প্রাক বর্ষা মৌসুমে। এবং আগামী দিনে এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে । তবে এখনই সেটি ঘূর্ণিঝড় হবেই এরকম নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় । তাই আসলেই পরিস্থিতির ওপর আমরা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছি এবং যদি কখনো কোনো দুর্যোগের সম্ভাবনা দেখে অবশ্যই আপনাদের তা জানানো হবে এবং আপনারা আবহাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।
cyclone
Friday, May 23, 2025
Home
Unlabelled
একদিকে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি , অপরদিকে প্রাক বর্ষার বৃষ্টি ... এমতাবস্থায় ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ !!!!!
একদিকে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি , অপরদিকে প্রাক বর্ষার বৃষ্টি ... এমতাবস্থায় ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ !!!!!

About ABHRANEEL DAS GUPTA
Best, Accurate, Largest and advance Weather forecasting Network of East India.
Subscribe to:
Post Comments (Atom)
Weather Prediction Model
Comming Soon......
No comments:
Post a Comment