কৃষিকাজে বর্ষার প্রভাব এক নজরে জেনে নিন - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, June 22, 2025

কৃষিকাজে বর্ষার প্রভাব এক নজরে জেনে নিন

কৃষিকাজে বর্ষার প্রভাব
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগত জানাই।বর্ষাকাল, বর্ষাকাল মানে ই সাধারণত এর যোগাযোগ বৃষ্টির সাথে তা আমরা সকলেই জানি এই বর্ষাকাল কৃষি কাজের ক্ষেত্রে উপকার এবং অপকার উভয় ভূমিকায় পালন করে থাকে। ভারতের জনসংখ্যার জীবিকা নির্বাহ রূপে প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ কর্মসংস্থানের মূল বিভাগটি হল কৃষিকাজ তাই কৃষি কাজের উপর নির্ভর করে ভারতের অর্থনীতি। 
বর্ষাকাল সাধারণত চাষের ক্ষেত্রে জল সেচের দ্বারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বৃষ্টিপাতের সাহায্যে ভূগর্ভস্থ জলের পুনঃসঞ্চালন, জলাধার ভরাট করা যা তুলা, ধান ইত্যাদি চাষের জন্য উপযোগী। এছাড়াও বৃষ্টিপাত মাটির লবণতাকে ধুয়ে মাটিকে আরো উর্বর করে। সঠিক পরিমাণ বৃষ্টিপাতের ফলে উচ্চমানের ও উচ্চফলনশীল ফসল উৎপাদন করা সম্ভব হয় যার ফলে দেশের অর্থনৈতিক উন্নতি সাধিত হয়।
এইবার দেখে নেওয়া যাক বর্ষার ফলে কৃষিকাজের অবনমন ফলাফল। কখনো কখনো অধিক বর্ষণের ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। এর ফলে কৃষি কাজেরও ব্যাপক ক্ষতি লক্ষ্য করা যায়।মূলত ফসল নষ্ট হয়ে যাওয়া বা রোগাক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। ভারী বৃষ্টিপাতের ফলে মাটি ক্ষয়ে যেতে পারে মূলত সেই সমস্ত এলাকায় যেখানে ভূমি ব্যবস্থাপনা অভাব রয়েছে।
তাহলে বলা যেতে পারে বর্ষাকাল যেমন কৃষি কাজের জন্য এক অমূল্য সময় নিয়ে আসে ঠিক তেমনি কিছু কিছু সময় হয়ে ওঠে অভিশাপ স্বরূপ। অতএব আমাদের আরো সচেতন হতে হবে এবং প্রয়োজনে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। 
বাকি আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল পেজটিতে চোখ রাখুন।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......