নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ স্বাগত জানাই। বৃষ্টি... বৃষ্টি... বৃষ্টি... এ যেন প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে আমাদের কাছে। হঠাৎ বৃষ্টি বাড়ছে আবার হঠাৎ যেন বৃষ্টি কমে আসছে আবার কখনো শোনা যাচ্ছে বজ্রবিদ্যুতের গর্জন। এবার আমরা এক নজরে দেখিনি বিগত সাত দিন ধরে কেমন বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী.... সব থেকে বড় চমক হল এই বছর প্রায় ৬০-৭০% এলাকায় স্বাভাবিকের তুলনায় কম তো নয় বরং বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এই বছর বর্ষার অগ্রিম আগমন, হঠাৎ সৃষ্টি হওয়া নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখা সবমিলিয়ে বৃষ্টিপাতের আধিক্য যেন দ্বিগুণ করে তুলেছে। গত সাত দিনের বাঁকুড়া, পূর্ব বর্ধমান , বীরভূম ,হাওড়া , উত্তর ২৪ পরগনা জেলায় স্বাভাবিকের থেকে প্রায়ই ৬০ শতাংশ বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়াও হাওড়া, কলকাতা ও তার তৎ সংলগ্ন অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিবহুল স্থান হলো হাওড়া জেলা উলুবেরিয়ায় ৮ ই জুলাই ২০২৫ সকাল সাড়ে আটটা মিনিট পর্যন্ত প্রায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এই স্থানে। গত সাত দিনে বৃষ্টির পরিমাণ প্রায় ১৬৫ মিলিমিটার। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে কম বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলায় প্রায় ৭১ মিলিমিটার। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমী এলাকা গুলিতে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া ও তার তৎ সংলগ্ন এলাকাগুলোতেও ব্যাপক বৃষ্টির প্রভাব লক্ষ্য করা গেছে বিগত ৭ দিনে যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি । এছাড়াও উপকূলবর্তী অঞ্চল গুলি তো ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বিগত সাত দিনে। অনেক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে কৃষি ক্ষেত্রে এবং মৎস্যজীবীরাও অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে।
সব মিলিয়ে দক্ষিণবঙ্গে বর্ষার এক শক্তিশালী নিদর্শন পাওয়া গেছে বিগত দিনগুলিতে। আপাতত আবহাওয়া কিছুটা উন্নতি হলেও আগামী দিনগুলিতে আবারও নিম্নচাপের দরুন বর্ষার এক প্রভাবশালী নিদর্শন লক্ষ্য করা যাবে আগামী দিনগুলিতে।
সবশেষে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল টিম থেকে সকল মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে *জাতীয় মৎস্যজীবী দিবসের* বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা।
আবহাওয়া সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল পেজটিতে।
নমস্কার🙏

No comments:
Post a Comment