নিম্নচাপের প্রভাবে নদীর জলস্তর ও সব্জীর দাম আকাশছোঁয়া।। পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির ভ্রুকুটি। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, July 09, 2025

নিম্নচাপের প্রভাবে নদীর জলস্তর ও সব্জীর দাম আকাশছোঁয়া।। পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির ভ্রুকুটি।


নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ স্বাগত জানাই। নিম্নচাপ অঞ্চলটি পশ্চিমবঙ্গের প্রধানত দক্ষিণ বঙ্গের ওপর অবস্থান করার ফলে বিগত দুদিন ধরে টানা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই। এই নিম্নচাপের সাথে সাথে রয়েছে মৌসুমী অক্ষরেখা এই সমস্ত বিষয়গুলি একত্রিত হয়েই যেন বৃষ্টিপাতের প্রভাব আরো দ্বিগুণ করে দিয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চল গুলিতে বৃষ্টিপাতের আধিক্য হালকা থেকে মাঝারি থাকলেও তা একনাগাড়ে হয়ে যাওয়ার কারণেই সমগ্র কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চল গুলিতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বৃষ্টিপাত মাঝে মধ্যেই স্বল্প পরিমাণে হলেও এক টানা হয়ে যাওয়ার কারণে জল জমে যাওয়ার পরিস্থিতি আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চল গুলিতে। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জেলা গুলি যথা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ইত্যাদি দামোদর নদীতে অতিরিক্ত জলোচ্ছ্বাসের কারণে এবং অত্যাধিক পরিমাণে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে জল জমে যাওয়ার কারণে কৃষি কাজে অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে। যেমন ফসল নষ্ট হচ্ছে তেমন বহু ফসল পচনের পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে যার কারনে কৃষি কাজে এক ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে। যার কারনে আগামী দিনে ফসলের দাম বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা সৃষ্টি হচ্ছে।
সবশেষে অনুমান করা হচ্ছে আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের আধিক্য অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা পরেই সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে এবং তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তবে এই সপ্তাহের শেষের দিকে বা পরের সপ্তাহের প্রথমের দিকে আবারো নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে আবারো সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে।
আবহাওয়া সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজটিতে। 
নমস্কার🙏

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......