ভূমিকম্প কি?
ভূমিকম্প হলো আকস্মিকভাবে ভূভাগের কম্পন। ভূমিকম্প সাধারণত প্লেট টেকটনিকের কারণে হয়। যখন দুটো প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় অথবা সরে যায় সেই সময় সেই স্থানে ভূমিকম্পের সৃষ্টি হয়। কখনো কখনো অগ্নুৎপাতের ফলে ও আকস্মিক শব্দের থেকে কম্পন সৃষ্টি হতে পারে।
ভূমিকম্পের প্রভাব?
ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় তাকে এপিসেন্টার বলা হয়। কোন স্থানে কম্পন দেখা দিলে তার সবচেয়ে বেশি প্রভাব কম্পনের উৎসস্থলের সন্নিকটে লক্ষ্য করা যায়। ভূমিকম্প কখনোই আগে থেকে অনুমান করা যায় না সেই কারণে আগে থেকেই সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরী।ভূমিকম্পের প্রভাবে প্রাথমিকভাবে তীব্রতা ছয় রিক্টারের কাছাকাছি থাকলে বাড়ি ঘর ভেঙে যাওয়ার ও ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। কোনো ভূকম্প স্থলভাগে লক্ষ্য করা যায় সে ক্ষেত্রে সুনামি সতর্কতা থাকে না। যখন ভূমিকম্পের উৎসস্থল সমুদ্রপৃষ্ঠের গভীরে তৈরি হয়ে রিখটার স্কেলে ৭ এর বেশি হয় তখন সেই অঞ্চলেগুলিতে সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামির প্রভাবে উপকূলবর্তী অঞ্চলের বিভিন্ন স্থানে প্লাবিত হওয়ার সম্ভাবনা এবং মানুষের প্রাণহানির সম্ভাবনা থাকে।
ভারতেও বিগত কয়েক বছর ধরে বেশ ভূমিকম্প লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে প্রায় ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। সম্ভবত প্লেট টেকটনিকের কারণেই এই কম্পন ঘটছে। ভূমিকম্পের প্রভাবে সাময়িকভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কখনো বেশি রিক্টার স্কেলের একটি কম্পনের প্রভাবে পরবর্তীতে আফটার শকের প্রবণতা বেড়ে যায়। বিভিন্ন বাড়ির ঘর ভেঙে পড়া ও রাস্তাঘাটে ফাটল ধরে থাকে অতিরিক্ত কম্পনের ফলে।
উত্তর ভারতের পাশাপাশি উত্তর পূর্ব রাজ্যগুলিকে ও ভবিষ্যতে ভূমিকম্পে জন্য প্রস্তুত থাকতে হবে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে বড়োসড় ভূমিকম্প ঘটলে সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য পড়বে। তার প্রধান কারণ হলো কলকাতার বেশিরভাগ বাড়িই অনেক পুরনো, কিছু কিছু বাড়ি কোনরকম প্ল্যানিং ছাড়াই তৈরি করা হয়েছে সেই কারণে কখনো বড়সড়ো ভূমিকম্প ঘটলে বাড়িঘর ভেঙে পড়তে পারে। কলকাতা খুবই জনবসতিপূর্ণ এলাকা এবং বহু মানুষজন বসবাস করায় প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলে ভবিষ্যতে প্রাণহানির পাশাপাশি প্রচুর ক্ষয়ক্ষতির ও সম্ভাবনা থাকছে।
গত ২৯ শে জুলাই আন্দামানে একদিনে চার বার কম্পন লক্ষ্য গেছে ।এছাড়াও ভারতে ২০০৪ সালে ভয়াবহ সুনামি দেখা গেছে। তাতে বলাই বাহুল্য ভবিষ্যতে বড়সড়ো যে ভূমিকম্প ঘটবে না সেটা কখনোই বলা যায় না। ভূমিকম্পের হাত থেকে বাঁচতে আমাদের আগে থেকেই সাবধানতা অবলম্বন করাটা জরুরী।
No comments:
Post a Comment