সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য ভারীবর্ষণ। হবে কি ভূমিধস? জানুন বিস্তারিত আপডেট - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, July 31, 2025

সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য ভারীবর্ষণ। হবে কি ভূমিধস? জানুন বিস্তারিত আপডেট

সিকিমে ভারী বৃষ্টির জের ভূমিধসের সর্তকতা

ভূমিধস হল এমন এক আকস্মিক ঘটনা যা আগে থেকে বলা যায় না কখন ঘটবে। ভূমিধস প্রধানত কম্পন ও অতিরিক্ত বৃষ্টির প্রভাবে হতে পারে। ভূমিধসের প্রবণতা বিশেষত পাহাড়ি অঞ্চলগুলিতে লক্ষ্য করা যায়। বিগত কয়েক দিন ধরে সিকিমে অনবরত ভূমিধস ঘটে চলেছে যার প্রাথমিক কারণ হলো অতিরিক্ত বৃষ্টিপাত। আগামী দিনে সিকিম জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হলো।১লা আগস্টে সিকিম জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে ।২রা আগস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। বৃষ্টিপাতের সবচেয়ে বেশি প্রভাব পূর্ব সিকিমে লক্ষ্য করা যাবে সেই কারণে পূর্ব সিকিমে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ২ রা আগস্ট থেকে। এছাড়াও সিকিমের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩রা ও ৪ঠা আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ অত্যাধিক হারে বৃদ্ধি পাবে বিশেষ করে পূর্ব সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।। সিকিমের অন্যান্য অংশে ভারী বৃষ্টির সাথে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেই কারণে ভূমিধসের প্রবণতা বৃদ্ধি পাবে। এই সর্তকতা আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত জারি থাকবে। পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত সিকিমে ভ্রমন করা থেকে বিরত থাকতে এই সময় সিকিমে ভ্রমণের জন্য একেবারে অনুকূল নয়। আগস্টের প্রথম সপ্তাহের পর থেকে আবহাওয়া কিছুটা উন্নতি করতে পারে সিকিমে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......