২৯৭৮ কিলোমিটার দূরের ঘূর্ণিঝড় বাংলায় ফেলবে প্রভাব: কীভাবে? - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, July 19, 2025

২৯৭৮ কিলোমিটার দূরের ঘূর্ণিঝড় বাংলায় ফেলবে প্রভাব: কীভাবে?

২৯৭৮ কিলোমিটার দূরের ঘূর্ণিঝড় বাংলায় ফেলবে প্রভাব: কীভাবে?

নমস্কার ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ আপনাদের সকলকে স্বাগত জানাই.....

ঘূর্ণিঝড় শুনলেই আমাদের মনে পড়ে প্রবল ঝড়, অঝোর বৃষ্টি আর ক্ষয়ক্ষতির ছবি। কিন্তু জানেন কি, আমাদের থেকে ২৯৭৮ কিলোমিটার দূরে থাকা একটি ঘূর্ণিঝড়ও বাংলার আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, সমুদ্রপথে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোর প্রভাব সরাসরি না হলেও পরোক্ষভাবে আমাদের আকাশে মেঘ, বাতাসের গতি ও বৃষ্টিপাতের ধরন বদলে দিতে পারে।

আবারো একটি নিম্নচাপ সক্রিয় হওয়ার এবং তার প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে..
পশ্চিম প্রশান্ত মহাসাগরে ফিলিপিনস এর পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় উইফা এই ঘূর্ণিঝড় উইফা আগামী ৭২ ঘণ্টায় ইন্দো চায়না অঞ্চল অতিক্রম করবে এবং পরবর্তীকালে ধীরে ধীরে এটি ইন্দোচায়না অঞ্চলের মধ্যে দিয়ে ভিয়েতনাম, মায়ানমার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে প্রশ্ন হল ২৯৭৮ কিলোমিটার দূরে থাকা একটি ঘূর্ণিঝড় প্রভাব ফেলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চল সমূহের ওপর। বর্ষার ঋতুকালীন সময়তে মৌসুমী অক্ষরেখা খুব সক্রিয়ভাবে বিরাজ করে উত্তর-পশ্চিম ভারত থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই সময় তৈরি হওয়া যে সমস্ত ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হয় সেগুলি বায়ুর চাপ কম থাকার কারণে অনায়াসে ইন্দো চায়না অঞ্চল অতিক্রম বঙ্গোপসাগরে চলে আসে। এবং বর্তমানে ইন্দো চায়না অঞ্চল শক্তিশালী কনভেজটিভ ক্রিয়াকলাপ ঘটার মতন পরিস্থিতি বর্তমান সেই কারণে এবং মৌসুমী বায়ুর প্রভাব থাকার কারণে ইন্দো চায়না অঞ্চলের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড় এগিয়ে এলেও এই সিস্টেমটি ইন্দো চায়না অঞ্চলের মধ্যে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না এই সিস্টেমটি ধীরে ধীরে দুর্বল হবে এবং পরবর্তীকালে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এসে নিমজ্জিত হবে এবং ২৪ থেকে ২৫ শে জুলাইয়ের আশেপাশে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ তৈরি হওয়ার সমস্ত পরিস্থিতি অনুকূল থাকার কারণে এই নিম্নচাপ সিস্টেমটি পরবর্তীকালে শক্তিশালী হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই সিস্টেমটির হাত ধরেই গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপকূলবর্তী অঞ্চলগুলিতে জুলাই মাসের শেষ সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া সংক্রান্ত আরও তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজটিতে।। 
নমস্কার 🙏

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......