প্যাসিফিক টাইফুন উইফার অশনি সংকেতে প্রমাদ গুনছে বাংলা। তাহলে কি আবার বন্যার আশঙ্কা ?? - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, July 23, 2025

প্যাসিফিক টাইফুন উইফার অশনি সংকেতে প্রমাদ গুনছে বাংলা। তাহলে কি আবার বন্যার আশঙ্কা ??

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে হ্যানয় উপকূল পেরিয়ে ঘূর্ণিঝড় উইফা বর্তমানে গভীর নিম্নচাপ হিসাবে ইন্দোচায়না অঞ্চলের উপর অবস্থান করছে। সিস্টেমটি মৌসুমী অক্ষরেখা ধরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪-৩৬ ঘন্টার মধ্যে মায়ানমার উপকূল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পড়বে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত হিসাবে। পশ্চিম প্রশান্ত মহাসাগরের সিস্টেমটির প্রভাবে ২৪ শে জুলাই ২০২৫ বৃহস্পতিবার নাগাদ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। যেহেতু এম জে ও এর সাপোর্ট সহ বেশ কিছু অনুকূল পরিবেশ পাওয়ার জন্য সিস্টেমটি নিম্নচাপে উপনীত হবার পরবর্তী ২৪-৪৮ ঘন্টার মধ্যে বেশ খানিকটা শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে ২৫ থেকে ২৬শে জুলাই ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে। যেহেতু বর্ষাকালীন সিস্টেম তাই মেঘমালার বেশিরভাগ অংশ দক্ষিণ দিকে ও দক্ষিণ পশ্চিম দিকে হেলে থাকবে যাকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় টিলট হয়ে থাকা বলা যায়। আসন্ন সিস্টেমটির প্রভাবে ২৪ থেকে ২৬শে জুলাই ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি জেলায় মাঝেমধ্যে দমকা থেকে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তাই ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় এলাকার সমুদ্র যথেষ্ট উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে জলমগ্নতা ও বন্যা সদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে। নিম্নচাপেটি যদি একটু বেশি উত্তর পশ্চিম দিকে হেলে যায় তখন দামোদর উপত্যকা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে এবং ফের বন্যার সম্মুখীন হতে পারে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে লাহোর, নিউ দিল্লি, আগ্রা, এলাহাবাদ, অম্বিকাপুর, জামশেদপুর, সাগরদ্বীপ হয়ে ইন্দো চায়না অঞ্চলের উপর থাকা নিম্নচাপের সঙ্গে যুক্ত রয়েছে। ২৪শে জুলাই দুপুরের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব বাড়তে শুরু করবে। এখন প্রশ্ন নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হলে ফের চাষবাসের ক্ষেত্রে ব্যাপক প্রভাব রাখবে। কাঁচা আনাজের দাম বাড়বে।
Weather of west bengal 
23/07/2025

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......