একটি নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আরেকটি নিম্নচাপ এসে হাজির । গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাগুলিতেই ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছিল। শনিবার থেকেই নিম্নচাপের প্রভাব কাটিয়ে অনেকটাই আবহাওয়ার উন্নতি ঘটিয়েছিল। রবিবারে আকাশ আংশিক মেঘলা এবং রোদের দেখা মিললেও কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবার থেকে বঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে আবহাওয়া অবনতি লক্ষ্য করা যাবে। এবার শুধু দক্ষিণ বঙ্গ নয় উত্তরবঙ্গ এ নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে। প্রায় গোটা রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সোমবার থেকে। বৃষ্টিপাতের পাশাপাশি ব্রজ্যগর্ভ মেঘের সঞ্চারের বলে বজ্রপাতের সর্তকতা জারি করা হলো দক্ষিণবঙ্গজুড়ে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলিতে কথা দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি ,কোচবিহার ও আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধস দেখা যেতে পারে পাহাড়ি অঞ্চলে।উত্তরবঙ্গের সমতল ভূমি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবারে অধিক বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে গোটা রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।

No comments:
Post a Comment