*বাংলায় বৃষ্টিপাতের তারতম্য কি আবারও বাড়বে আগামী দুই দিন*
নমস্কার আপনাদের সকলকেও ফায়দাটা ওয়েস্ট বেঙ্গলে স্বাগত জানাই। বিগত কয়েক বছরের তুলনায় এই বছরে বর্ষার আগমন সময়ের আগেই ঘটেছে তা আমরা সকলেই জানি। যার কারণে বলা যেতে পারে আগের বছরে তুলনায় এই বছরে জুন ও জুলাই মাসের বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি যা বাংলাকে ভালোভাবে বৃষ্টিপাতের নিরিখে পুষিয়ে দিচ্ছে বলে ধরা যায় এবং যার জেরে এখনো কিন্তু ভালো মতনই বৃষ্টিতে ভিজছে সারা পশ্চিমবঙ্গ অবলা বাহুল্য আগামী দিনেও ভালো মতনই বৃষ্টি পেতে চলেছে বঙ্গবাসী।
সাধারণত মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে এই অবস্থান করায় এছাড়াও অক্ষরেখার উভয় প্রান্তেই সৃষ্ট নিম্নচাপ যথা ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থিত একটি নিম্নচাপ এবং পরবর্তী ক্ষেত্রে সম্ভাব্য আরো বেশ কয়েকটি নিম্নচাপের দরুন গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে ও যার ফলে আগামী দুদিনে ও দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলি সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং কোথাও কোথাও অস্থায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও লক্ষ্য করা যাবে। তবে কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি প্রকৃতির তবে বজ্রপাত জনিত বিশেষ সতর্কতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন এবং মৎস্যজীবীদের পূর্বাভাস অনুসরণ করে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তবে উত্তরবঙ্গে তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী ৪৮ ঘণ্টায়।
নিম্নচাপের এরূপ প্রভাব লক্ষ্য করা যাবে গোটা সপ্তাহ জুড়েই এবং পরবর্তী ক্ষেত্রেও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তা সম্পূর্ণ নির্ভর করছে পরবর্তী নিম্নচাপের শক্তি ও বিস্তৃতির ওপর।
আবহাওয়া সংক্রান্ত আরও তথ্য পেতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজটিতে।
No comments:
Post a Comment