নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগত জানাই।বিগত কয়েকদিন যেন রোদের দেখায় পাওয়া যায়নি দক্ষিণবঙ্গ জুড়ে ৭ই জুলাই রাত থেকে টানা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গ জুড়ে যার কারণ হলো দক্ষিণবঙ্গের উপর সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ এই নিম্নচাপটি অতি শক্তিশালী নিম্নচাপ হওয়ার কারণে মূলত টানা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গ জুড়ে। এই নিম্নচাপ টি হাওড়া ও তার সংলগ্ন অঞ্চলে অবস্থান করলেও সময়ের সাথে সাথে অগ্রসর হচ্ছে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে যার ফলে প্রধানত আগামী 24 থেকে 48 ঘন্টা দক্ষিণবঙ্গের পশ্চিমী অঞ্চলগুলি তথা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এ সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কোথাও কোথাও জলমগ্নতা লক্ষ্য করা যাবে এছাড়াও দামোদর নদীর জলের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপ ক্রমশ পশ্চিমে সরে যাওয়ার কারণেই কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অস্থায়ী বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টিপাত ও হতে পারে। অতএব বলা যেতে পারে দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চল গুলির তুলনায় পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের আধিক্য থাকবে বেশি। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার পর আবহাওয়ার সার্বিক উন্নতি লক্ষ্য করা যাবে। আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন এবং রোদের দেখাও মিলতে পারে। তাপমাত্রা থাকবে স্বাভাবিক। তবে বৃষ্টিপাতের পরিমাণ যে একেবারেই কমে যাবে তা কিন্তু নয় কারণ মৌসুমী অক্ষরেখা ও সম্ভাব্য কিছু ঘূর্ণাবর্ত জনিত কারণে চলতি সপ্তাহের শেষে বৃষ্টিপাতের পরিমাণ আবারো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজটিতে।
নমস্কার
No comments:
Post a Comment