🌧️ গাঙ্গেয় সমভূমিতে বর্ষার দাপট: বৃষ্টিতে চৌচির গোটা দক্ষিণবঙ্গ 🌧️ - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, August 02, 2025

🌧️ গাঙ্গেয় সমভূমিতে বর্ষার দাপট: বৃষ্টিতে চৌচির গোটা দক্ষিণবঙ্গ 🌧️

🌧️ গাঙ্গেয় সমভূমিতে বর্ষার দাপট: বৃষ্টিতে চৌচির গোটা দক্ষিণবঙ্গ 🌧️

মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে অগ্রসর হলেও স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে কিন্তু গতকাল বেশ ভালোই বৃষ্টিপাত পেয়েছে দক্ষিণবঙ্গের পূর্বের ও পশ্চিমে জেলাগুলি.... এবং আশা করা যায় আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা তেও এর কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে না তার কারণ একটানা ঘূর্ণাবর্ত সৃষ্টি এবং স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চার। যার ফলে কিন্তু সকালবেলা রোদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টিপাতের আধিক্য লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের কলকাতা ও তার তৎ সংলগ্ন এলাকাসহ পশ্চিমের জেলাগুলিতে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেও কিন্তু হঠাৎ করেই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রত্যক্ষ করা যেতে পারে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে অগ্রসর হলেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের খুব কাছাকাছি অবস্থান করছে, যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের দিকে ছুটে আসছে। এর ফলে আবহাওয়া বেশ আর্দ্র ও অস্থির হয়ে উঠেছে।

 আগামী দিনেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ অস্থায়ী ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শহর কলকাতায় দিনের বেলায় মেঘলা আকাশ ও গরম ও আর্দ্র আবহাওয়া থাকলেও বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫% থেকে ৯৫% পর্যন্ত পৌঁছতে পারে, যার ফলে গরম ও ঘামাভাব থাকবে দিনের বেশিরভাগ সময়।

প্রচুর বৃষ্টির ফলে নিম্নাঞ্চলে জলজমার সমস্যা, ট্রাফিক জ্যাম এবং বিদ্যুৎ সংক্রান্ত কিছু বিঘ্ন ঘটতে পারে। তাই নাগরিকদের প্রতি পরামর্শ থাকবে, আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করুন, প্রয়োজনে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন এবং জল জমে থাকা এলাকাগুলো এড়িয়ে চলুন।

সব মিলিয়ে বলা যায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা গাঙ্গেয় সমভূমি ও কলকাতা অঞ্চলে বর্ষার ছোঁয়া আরও একবার প্রকট হয়ে উঠতে পারে। শহরের জনজীবনে তার প্রভাব ফেলতে পারে, তবে প্রাকৃতিক এই রূপ উপভোগ করার মধ্যেও সচেতন থাকা অত্যন্ত জরুরি।
আবহাওয়া সম্পর্কিত আরো তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজটিতে।
 নমস্কার 🙏

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......