পূজো এখন দোরগোড়ায় আর্থিক এরিম আছে মাথা চারা দিচ্ছে এক দুর্যোগের আশঙ্কা। বিশেষ করে বলা যায় আর দুদিন পরে মহালয়া এবং আগামী সপ্তাহ তেই পুজো তবে এখনই পূজোতে যে রোদ ঝলমলে আকাশ বজায় থাকবে এমনটা একশ শতাংশ সঠিকভাবে বলা সম্ভব নয় । এর পেছনে ঠিক কি কারন তা আজ এই ব্লগে জেনে নেওয়া যাক। আগামী দিনগুলিতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও স্থান বিশ্বাসে কোথাও কোথাও আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি এবং উজ্জ্বল রোদ ঝল মলে আকাশ এবং কখনো মেঘের আনাগোনা লক্ষ করা যেতে পারে। তবে আশঙ্কার কারণ যেখানে সেটা হচ্ছে পুজোর সময় প্রশান্ত মহাসাগর থেকে একটি সাইকনিক সার্কুলেশন বঙ্গোপসাগরে পড়ার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে এখনই সে সম্পর্কে নিশ্চিত এবং সঠিকভাবে বলা সম্ভব নয় তাই আমরা বেদার অফ ওয়েস্ট বেঙ্গলের টিম প্রতিনিয়ত এই পরিস্থিতির উপর নজর চালাচ্ছি যাতে প্রতিমুহূর্তে সঠিক সময় আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। দুশ্চিন্তা বা আশঙ্কা করার কোন কারণ নেই এখন অব্দি । অনেক মিডিয়া বা অনেক খবরের চ্যানেল নিশ্চিত ভাবে বললেও এখনই সেসব গুজবে কান দেবেন না কারণ আবহাওয়া এই মুহূর্তে নিশ্চিত হবে কিছুই বলা সম্ভব নয়। তাই আগামী দিনগুলোতে আমাদের আপডেটের জন্য অপেক্ষা করুন যাতে পুজোর সময় সঠিক আপডেট আমরা আপনাদের কাছে দিতে পারি । তবে মহালয়ার দিন আকাশ কিন্তু ভালো থাকবে, কোথাও কোথাও স্থান বিশেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলো দুর্যোগ এর কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তাই মহালয়ার দিন আপনারা সকলে পরিবারের সকল মানুষকে নিয়ে আনন্দ করুন সুস্থ থাকুন এবং প্রতি মুহূর্তে আবহাও সংক্রান্ত সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন।
Friday, September 19, 2025
Home
Unlabelled
পুজোর মুখে বাংলার আকাশে অশনি সংকেত !!! আবহাওয়ায় ঠিক কি পরিবর্তন আসতে চলেছে ???
পুজোর মুখে বাংলার আকাশে অশনি সংকেত !!! আবহাওয়ায় ঠিক কি পরিবর্তন আসতে চলেছে ???
About ABHRANEEL DAS GUPTA
Best, Accurate, Largest and advance Weather forecasting Network of East India.
Subscribe to:
Post Comments (Atom)
Weather Prediction Model
Comming Soon......

No comments:
Post a Comment