Weather of west bengal
নিজস্ব সংবাদদাতা: ২০২৫ সালে লানিনা পরিস্থিতি তৈরি হতে চলেছে প্রশান্ত মহাসাগরে আর এই লানিনা পরিস্থিতিতে পূর্ব প্রশান্ত মহাসাগরের জলতল পশ্চিম প্রশান্ত মহাসাগরের তুলনায় শীতল থাকে। অন্যদিকে এই লানিনার পাশাপাশি রয়েছে ঋণাত্মক ইন্ডিয়ান ওশেন ডাইপোল। এই লানিনা ও ঋণাত্মক ডাইপোল পশ্চিম প্রশান্ত মহাসাগর ও তৎসংলগ্ন এলাকার তাপমাত্রা বাড়িয়ে দেয়। তৈরি করে শক্তিশালী নিম্নচাপ ক্ষেত্র আর এই শক্তিশালী নিম্নচাপ ক্ষেত্রের দিকে ইউরেশিয়ার উচ্চ অক্ষাংশের শীতল বাতাস উত্তর পশ্চিম ভারত , মধ্যভারত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অন্যান্য বছরের তুলনায় বেশি জোরে প্রবাহিত হয়। যার জন্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শৈত্য দেখা যায়। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাগুলো কম শক্তিশালী হবার কারণে ধারাবাহিক ভাবে তীব্র ঠাণ্ডা বিরাজ করে উত্তর পশ্চিম ভারত থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত। ২০২৫ সালে ঋণাত্মক ইন্ডিয়ান ওশেন ডাইপোল ও লানিনার জোড়া ফলায় সমগ্র পশ্চিমবঙ্গে ভীষণ ঠাণ্ডা পড়তে চলেছে। তবে যত লানিনা ও আই ও ডি আসুক না কেন কলকাতায় বরফ পড়বে না তবে অন্যান্য বছরের তুলনায় বেশি ঠাণ্ডা হতে পারে হয়তো এক অঙ্কের ঘরে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা নামতে পারে। তবে ২০২৫ সালে পুরুলিয়া, বাঁকুড়া সহ ছোট নাগপুর মালভূমি অঞ্চলে পাতলা বরফের স্তর দেখা দিতে পারে যাকে ভূমিতুষার বা গ্রাউন্ড ফ্রস্ট বলা হয়।

No comments:
Post a Comment