Weather of west bengal
Thursday, September 25, 2025
পুজোতে বৃষ্টি ও শুষ্ক আবহাওয়ার মেলবন্ধন থাকবে।
নিজস্ব সংবাদদাতা দেখতে দেখতে পুজো চলে এলো এখন প্রকৃতি অনেকটাই। শান্ত। তেইশে সেপ্টেম্বর যে ভয়াবহ দুর্যোগ ঘনিয়ে এসেছিল কলকাতায় আজ ২৫ শে সেপ্টেম্বর আকাশ দেখে সেটা মনে হবে না। তবে এই মেঘ রোদের মাঝখানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন। মধ্য বঙ্গোপসাগরে দাঁত নখ শানাচ্ছে নাচ্ছে নিম্নচাপ। কলকাতা থেকে দক্ষিণ পূর্বে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশই ঘনীভূত হবে এবং গভীর থেকে গভীরতর হয়ে উঠবে। যা পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওড়িশা ও তার সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পঞ্চমীর দিনকে। এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে না পড়লেও পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্পের সংযুক্তির কারণে পুজোর প্রারম্ভে বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে এখানেই শেষ নয় কলকাতা থেকে 5000 কিলোমিটার দূরে থাকা টাইফুন বুয়ালুই চিন্তায় ফেলছে পুজোর শেষার্ধকে তার কারণ এই বুয়ালই পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হয়ে সপ্তমীর দিন ভিয়েতনামে আঘাত হানতে পারে এবং এটি নবমীর দিন বঙ্গোপসাগরে পতিত হতে পারে। যার জন্য নবমীর দিন বঙ্গোপসাগরে ফের একটা নিম্ন চাপের সম্ভাবনা তৈরি হচ্ছে এই নিম্নচাপ দশমী বা একাদশী করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়তে পারে দশমী থেকে একাদশীর মধ্যে, তাই পুজোর কিছু সময় ভালো আবহাওয়া কিছু সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া মিলিয়ে মিশিয়ে থাকবে। সামগ্রিকভাবে যেহেতু বর্ষা বিদায় হয়নি তাই আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি পুজোর প্রথম দুদিন এবং শেষের দিন দেখা যাবে। বৃষ্টি থামবে আবার বৃষ্টি হবে। সুতরাং ছাতা সকলকে সঙ্গে রাখতেই হবে অন্যদিকে দশমীর পর থেকে লাগাতার বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।

No comments:
Post a Comment