উত্তরবঙ্গের পাহাড়ি সৌন্দর্য সবসময়ই পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং, যেখানে মেঘে ঢাকা পাহাড় আর চা-বাগানের সবুজ প্রান্তর ভ্রমণকারীদের মন ভরিয়ে তোলে। তবে এই সময় যারা পাহাড় ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ বার্তা রইল।
আগামী কয়েকদিন দার্জিলিং ও কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাহাড়ি রাস্তাগুলি বর্ষার সময়ে ভিজে ও পিচ্ছিল হয়ে যায়, ফলে ভ্রমণকারীদের যাতায়াতে সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ধস নামার ঝুঁকিও থেকে যায়। তাই ভ্রমণে বেরোলে নিরাপত্তা মাথায় রেখে সতর্ক থাকা জরুরি।
শুধু পাহাড় নয়, তরাই ও ডুয়ার্স অঞ্চল ঘুরতে যাওয়ার পরিকল্পনা যাঁদের রয়েছে, তাঁদেরও আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া প্রয়োজন। এই অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বর্ষার আবহে ডুয়ার্সের ঘন জঙ্গল, নদী আর চা-বাগানের সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে বটে, তবে বৃষ্টির কারণে রাস্তা ও পরিবহনে সমস্যার সম্ভাবনা থেকেই যায়।
ভ্রমণকারীদের জন্য কয়েকটি পরামর্শ—
👉ভ্রমণের আগে আবহাওয়ার খোঁজ নিন।
👉প্রয়োজনে রেইনকোট, ছাতা ও জলরোধী জুতো সঙ্গে রাখুন।
👉পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় সতর্কতা অবলম্বন করুন।
উত্তরবঙ্গের প্রকৃতি বর্ষার ছোঁয়ায় এক অন্যরকম রূপ ধারণ করে। বৃষ্টি যেমন পাহাড় ও অরণ্যকে নতুন প্রাণ দেয়, তেমনই ভ্রমণকারীদের জন্য কিছুটা চ্যালেঞ্জও নিয়ে আসে। তাই নিরাপত্তা বজায় রেখে ভ্রমণ করলে বৃষ্টিভেজা পাহাড় ও জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা যাবে আরও বেশি করে।
তাই বলা যায়, দার্জিলিং, কালিম্পং কিংবা তরাই-ডুয়ার্স ভ্রমণে বেরোতে চাইলে বৃষ্টিকে মাথায় রেখেই পরিকল্পনা করুন। সতর্কতার সঙ্গে প্রকৃতির এই অনন্য রূপকে উপভোগ করুন।
No comments:
Post a Comment