Weather of west bengal
নিজস্ব সংবাদদাতা: কালীপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। এবিষয়ে ধারণা একেবারে প্রাথমিক। মৌসুমী বায়ু বর্তমানে বিদায় নিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে। মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পর সমগ্র পশ্চিমবঙ্গে শুরু হয়েছে হেমন্তকাল। ধীরে ধীরে পশ্চিমবঙ্গে বাড়ছে ঠাণ্ডার দাপট। কিন্তু এই বর্ষা বিদায়ের পর কিছু কিছু বৃষ্টির সম্ভাবনা থেকে যায় ক্রান্তীয় বৃষ্টিবলয় থেকে। সেরকমই একটি বৃষ্টি বলয়ের প্রভাবে কালীপুজোর প্রাক্কালে একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষত ১৯ থেকে ২৫ শে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার প্রভাবে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা তৈরি হবে এর প্রভাবে কালীপুজো থেকে ভাতৃ দ্বিতীয়ার মধ্যে বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আপাতত এটি একটি প্রাথমিক বিশ্লেষণ। আমরা নজর রাখছি এবিষয়ে। বর্তমানে সাইনআপটিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটি পরবর্তী পর্যায়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের সঙ্গে একটি পূবালী বাতাসের অক্ষরেখা ধীরে ধীরে বঙ্গোপসাগরে বিস্তৃত হবে। এর পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে পরবর্তী পর্যায়ে তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উনিশে অক্টোবর থেকে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে সে ক্ষেত্রে উনিশ থেকে একুশে অক্টোবর এর মধ্যে দক্ষিণবঙ্গের উপকূ্লবর্তী অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছু কিছু সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রদত্ত সময়সীমার মধ্যে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আর্দ্র কিছুটা স্যাঁতসেঁতে পরিবেশ থাকতে পারে তাই কালীপুজোর সময় যারা ছাদে মিনিয়েচার লাগান তাদের উদ্দেশ্যে অনুরোধ যেহেতু এখানে ইলেকট্রনিক্স জিনিস উন্মুক্ত ছাদে রাখা হচ্ছে এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকায় বাড়তি সতর্কতা মিনিয়েচার লাগানোর ক্ষেত্রে নিতে পারেন।।
No comments:
Post a Comment