Weather of west bengal
Thursday, October 16, 2025
পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মেঘলা আকাশ ও কালীপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা।।
নিজস্ব সংবাদদাতা: দূর্গাপুজার পর বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো কালীপুজো। এই কালীপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায়। বিশেষত দক্ষিণ ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার সঙ্গে সংযুক্ত হতে চলেছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখার উপর ভর করেই দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ঢুকবে জলীয় বাষ্পপূর্ণ আদ্র বাতাস এই আদ্র বাতাস ও শুষ্ক বাতাসের সংঘর্ষে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৯ থেকে ২১শে অক্টোবরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কালীপুজোর সময়। আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া থাকবে আদ্র ও স্যাঁতসেঁতে। বাতাসে জলীয় বাষ্প ঢোকার কারণে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে। বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। পূর্ব মেদিনীপুরের কাঁথি, হলদিয়া, নন্দকুমার সহ সমগ্র পূর্ব মেদিনীপুর জেলাতেই কালীপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং কুলতলি, কাকদ্বীপ এই সমস্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং ছাতে আলো লাগানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়াও হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।।
No comments:
Post a Comment