হেমন্তের কুয়াশা-ভেজা সকালে কিছুটা স্তব্ধ হতে পারে শীতের আমেজ - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, October 18, 2025

হেমন্তের কুয়াশা-ভেজা সকালে কিছুটা স্তব্ধ হতে পারে শীতের আমেজ


হেমন্তের কুয়াশা-ভেজা সকালে কিছুটা স্তব্ধ হতে পারে শীতের আমেজ🌤️

বর্ষা বিদায় নেওয়ার সাথে সাথে তৈরি হয়েছে শীতের আমেজ বিভিন্ন জেলাগুলিতে। বর্ষাকালের শেষ এবং শীত শুরুর মধ্যবর্তী সময়কে আমরা হেমন্তকাল বলে থাকি। হেমন্তকালের এক অপরূপ প্রাকৃতিক ছন্দা লক্ষ্য করা যায়।

উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের বিভিন্নজেলাগুলিতে বিগত বেশ কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রার খানিকটা হ্রাস ঘটেছে। আগামী ২-৩ দিনে রাজ্যজুড়ে কিছুটা শীতের আমেজ কম লক্ষ্য করা যাবে । বিশেষত কালী পূজার সময় একটি ট্রাফ তৈরি হবে যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। রাজ্যজুড়ে ভোরের দিকে শীতে আমেজ কিছুটা কম লক্ষ্য করা যাবে হালকা বৃষ্টিপাতের কারণে। তাপমাত্রা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে আর্দ্রতা জনিত কিছুটা অস্বস্তিকর গরম বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। ক্রমান্বয়ে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির কারণে মানুষের নানা রোগব্যাধি হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে থাকবে। বিশেষত জ্বর, সর্দি , কাশি প্রবণতা বৃদ্ধি পাবে কখনো শীত ও গরম অনুভুতির কারণে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নয় আগামী দুই তিন দিনই লক্ষ্য করা যাবে। পরবর্তীতে কালীপুজোর পর থেকে তাপমাত্রার পারদ ফের হ্রাস করতে শুরু করবে। ধীরে ধীরে আমরা হেমন্ত কে বিদায় জানিয়ে শীতকে আহ্বান জানাবো।



No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......