Weather of west bengal
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে যা শক্তি বাড়িয়ে এখন সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সিস্টেমটি পরবর্তী ২৪-৪৮ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প প্রবেশের কারণে আদ্রতা জনিত অস্বস্তি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে ৪৮ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলীয় এলাকায় মেঘাচ্ছন্নতা বাড়বে বৃষ্টি কিছুটা হলেও হতে পারে। তবে এখানে যদি সিস্টেমটি পরবর্তী পর্যায়ে উত্তর পূর্ব দিকে বাঁক যদি কোনো ভাবে নিয়ে ফেলে সেক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরো বৃদ্ধি পেতে পারে। আপাতত পরবর্তী তিনদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে।। তবে তারপর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত তিনদিন বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩২°সে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০-২২°সে আশেপাশে।।
No comments:
Post a Comment