নিম্নচাপ সত্যিই কি চাপে রাখছে দক্ষিণবঙ্গকে? - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, October 20, 2025

নিম্নচাপ সত্যিই কি চাপে রাখছে দক্ষিণবঙ্গকে?

নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে চলে এসেছে, মৌসুমী পরবর্তী ঘূর্ণিঝড়ের মরশুম। আর এরই মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ এই নিম্নচাপ চাপে রাখছে দক্ষিণবঙ্গকে। বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তী পর্যায়ে এটি আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বর্তমানে সিস্টেমটির কেন্দ্রীয় অঞ্চলের বায়ুর চাপ হাজার আট মিলিবার এবং কেন্দ্রীয় অঞ্চলের চারপাশে বাতাসের গতি ঘন্টায় 30 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর অগ্রসর হয়ে শক্তি বাড়াতে পারে। এবং পরবর্তী পর্যায়ে বাঁক নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূল বরাবর অগ্রসর হতে পারে তার জন্য সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সিস্টেমটি অনুকূল পরিবেশ থাকায় ৭২ থেকে ৯৬ ঘন্টায় শক্তি বাড়াতে পারে। বর্তমানে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ রয়েছে তবে ৭২ থেকে ৯৬ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপের আওটার ব্যান্ডের প্রভাব পড়তে শুরু করবে যেহেতু উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মায়ানমার লাগবা অঞ্চলে উচ্চচাপ অবস্থান করছে যার জন্য উচ্চচাপের বায়ুপ্রবাহকে অনুসরণ করে উত্তর-পশ্চিম এবং পরবর্তী পর্যায়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। সিস্টেমটি ওড়িশা উপকূল বরাবর অগ্রসর হতে পারে তবে কিছু সম্ভাবনা থাকচে সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসার এক্ষেত্রে প্রভাব বেশি পড়তে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়।।
#Weatherofwestbengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......