Weather of west bengal
Saturday, October 25, 2025
নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুরে দমকা হাওয়া সহ ভারীবর্ষণের ও ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা।।
নিজস্ব সংবাদদাতা: ২৮ থেকে ৩১শে অক্টোবর ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-১, পাঁশকুড়া-২ (কোলঘাট), তমলুক, শহীদ মাতঙ্গীনি, নন্দকুমার, ময়না, চণ্ডীপুর, মহিষাদল, সতাহাটা, নন্দীগ্রাম-১, নন্দীগ্রাম-২, হলদিয়া, ভগবানপুর-১, ভগবানপুর-২, কোন্টাই-১, কোন্টাই-২, চণ্ডীপুর, নন্দীগ্রাম, নন্দীগ্রাম-১, নন্দীগ্রাম-২, এগরা-১, এগরা-২, বিষ্ণুপুর সহ বিভিন্ন ব্লকে দমকা হাওয়া সহ বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে মাঠের চারাগাছ নষ্ট হয়ে যেতে পারে, পচন ধরতে পারে বা যান্ত্রিক ক্ষতি হতে পারে। পেকে যাওয়া ফসলের সমূহ ক্ষতি হতে পারে। সকল কৃষিজীবীদের বিশেষ সতর্কতা গ্রহণের অনুরোধ করা হচ্ছে। দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বর্তমানে নিম্নচাপটি কিছুটা শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের চারপাশে সর্বোচ্চ বাতাসের গতি ঘন্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং কেন্দ্রীয় অঞ্চলের বায়ুর চাপ 996 মিলিবারের আশেপাশে রয়েছে। নিম্নচাপটি ৪৮ ঘন্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে দুর্বল নিম্নচাপ হিসেবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে এই নিম্নচাপের প্রভাবে ২৮ থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত সময়সীমার মধ্যে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটির প্রভাবে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয় হাওড়া কলকাতা হুগলি উত্তর ও দক্ষিণ 24 পরগনা নদিয়া এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে এর পাশাপাশি সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ২৮ তারিখ পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে এবং ৩১ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মাঝেমধ্যে ভারী বৃষ্টি হয়ে যেতে পারে, বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া থাকতে পারে কিছু কিছু সময়। বায়ুর চাপের তারতম্যের কারণে রামনগর খেজুরি এই সমস্ত অঞ্চলে বাতাসের গতি কিছুটা বেশি হতে পারে। বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন আদ্র আবহাওয়ায় ফসলের পোকা লাগার সম্ভাবনা থাকবে এবং জমিতে জলমগ্নতা হয়ে ফসলের গোড়া পচিয়ে দিতে পারে ফসল পচিয়ে দিতে পারে বিভিন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ থাকবে তাই বিশেষ সতর্কতা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।

No comments:
Post a Comment