#Weatherofwestbengal
Thursday, October 30, 2025
ব্যাঙ্ককের উপর দাঁড়িয়ে ঘূর্ণাবর্ত। নিম্নচাপের ভ্রুকুটি।
নিজস্ব সংবাদদাতা: সুদূর ব্যাংকক থেকে ভারত বাংলাদেশ ঘুরতে আসবে নিম্নচাপ কথাটা রূপক হিসাবে ব্যবহার করলেও এটাই সত্যি হতে চলেছে। বর্তমানে ব্যাংককের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিম দিকে অগ্রসর হয়ে আন্দামান সাগরে ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পতিত হতে পারে। সিস্টেমটি বঙ্গোপসাগরে পতিত হওয়ার পর সুস্পষ্ট নিম্নচাপ হতে পারে এবং পরবর্তী পর্যায়ে আরো শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা থেকে যাচ্ছে। সিস্টেমটি প্রাথমিকভাবে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার পর উত্তর-পূর্ব দিকে বাক নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলে সামান্য কিছুটা অনুকূল পরিবেশ থাকায় সিস্টেমটি শক্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এরকম পরিবেশ তৈরি হলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে আসার কথা একটা থাকছে সিস্টেমটি বাংলাদেশ যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল সিস্টেম টির দিকে সবসময় মনিটরিং করে চলেছে এবং আসন্ন দিনের সিস্টেমটির অতি প্রকৃতি নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। তবে ঘূর্ণিঝড়ের দুর্বল অংশের প্রভাবে ৩১ ও এক তারিখ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 
 
 
 

No comments:
Post a Comment