Weather of west bengal
Saturday, November 01, 2025
উত্তরবঙ্গ থেকে সরছে মন্থার নিম্নচাপ। উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি আসন্ন, বাড়বে ঠাণ্ডার আমেজ।
নিজস্ব সংবাদদাতা: মন্থার দুর্বল অংশ নিম্নচাপ হিসাবে ৩১ শে অক্টোবর রাতে উত্তরবঙ্গের উপর প্রবেশ করে এই মন্থার পরোক্ষ প্রভাবে ৩১ শে অক্টোবর দিনভর উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পরিস্থিতি দেখা যায়। গত 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়েছে দেঙ্গুয়াঝাড়ে বৃষ্টির পরিমাণ 176 মিলিমিটার এর পাশাপাশি জলপাইগুড়ি শহরে বৃষ্টিপাতের পরিমাণ 169 মিলিটার। মোরা ঘাটে বৃষ্টির পরিমাণ 160 মিলিমিটার দোমোহিনীতে বৃষ্টির পরিমাণ ১৫৭ মিলিমিটার। গোয়ের কাঁটায় বৃষ্টির পরিমাণ ১৫৭ মিলিমিটার। কারবালায় বৃষ্টির পরিমাণ ১৫৫ মিলিমিটার ডাল গ্রামে বৃষ্টির পরিমাণ ১৫৪ মিলিমিটার। অর্থাৎ ভারতীয় মৌসুম বিভাগের বৃষ্টিপাতের স্কেলে উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা গেছে। তবে একত্রিশে অক্টোবর উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হলেও এক তারিখের পর থেকে হালকা বৃষ্টি ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা থাকবে না। মন্থার দুর্বল অংশ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতের দিকে দুর্বল হয়ে আরো সরে যাবে, যার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি উন্নতির সম্ভাবনা আছে। দোসরা নভেম্বরের পর থেকে উত্তরবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে আসবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মত পরিস্থিতি তৈরি হবে। এবং পরবর্তী পর্যায়ে সোমবার থেকে উত্তরবঙ্গে কিছুটা ঠান্ডার আমেজ ফিরে আসবে।

No comments:
Post a Comment