পড়বে দমে ঠাণ্ডা!! এগারো তেরোর শীতে ঠকঠক করে কাঁপার দিন এলো বলে পুরুলিয়াবাসী ।। 🥶 - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, November 02, 2025

পড়বে দমে ঠাণ্ডা!! এগারো তেরোর শীতে ঠকঠক করে কাঁপার দিন এলো বলে পুরুলিয়াবাসী ।। 🥶

নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে নভেম্বর পড়ে গেল। এদিকে একের পর এক নিম্নচাপের প্রভাবে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী নভেম্বর পড়লেও বৃষ্টি যেন পিছন ছাড়ছে না। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে উত্তরে বাতাসের গতি স্তব্ধ। আমবাঙালির মুখে এখন একটাই প্রশ্ন নিম্নচাপের চাপ কাটিয়ে কবে পড়বে ঠাণ্ডা? কবে হুড়হুড় করে ঢুকবে দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিম ভারত ও ছোট নাগপুর মালভূমি থেকে উত্তরে বাতাস? ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল জানাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক থাকলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সমগ্র দক্ষিণবঙ্গে শীতের পটভূমি তৈরি হতে শুরু করবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছোট নাগপুর মালভূমি অঞ্চলে রাতের দিকে পারদ পতন ভালোই হবে। ছোট নাগপুর মালভূমি অঞ্চলের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০-১২°সে এর আশেপাশে। এর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একদম পশ্চিমে অবস্থিত পুরুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১১-১৩°সে এর আশেপাশে। সুইসা, ঝালদা, বরাভূম সহ পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১১°সে এর আশেপাশে। দিনের বেলায় হুড়মুড়িয়ে বয়ে যাবে উত্তরে বাতাস আর রাতের দিকে কাঁপুনি দিয়ে ঠাণ্ডা অনুভব হবে।। আপাতত নভেম্বরের প্রথম সপ্তাহে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রার পারদের উত্থান পতন চলবে তবে দ্বিতীয় সপ্তাহে পাকাপাকি ভাবে শীত চলে আসবে।।
#Weatherofwestbengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......