নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে নভেম্বর মাস পড়ে গেল। ধীরে ধীরে শীতের এন্ট্রি শুরু হয়ে যাবে আর কিছুদিন পরেই। কিন্তু শীত এন্ট্রি নেওয়ার আগেই ভিলেন হয়ে উঠেছে পশ্চিম প্রশান্ত মহাসাগর। পশ্চিম প্রশান্ত মহাসাগরের ফিলিপাইনের পূর্ব দিকে তৈরি হয়েছে ক্যাটেগরি ১ মাত্রার টাইফুন কালমেগি। এই টাইফুনটি অত্যন্ত শক্তিশালী টাইফুন। বর্তমানে টাইফুনের গতি ঘন্টায় ১৫০ কিলোমিটার। টাইফুনটি আগামী 5 দিনে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভিয়েতনাম উপকূল অতিক্রম করতে পারে । এই টাইফুনের প্রভাবে ৯ই নভেম্বরের আশেপাশে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এখন দেখার এই নিম্নচাপ কতটা সৃষ্টি হবে বা কোন দিকে যাবে নিম্নচাপটি তৈরি হলে উত্তরে বাতাসের গতি কমে যেতে পারে তখন শীতের প্রভাব কমে যাবে তবে এই নিম্নচাপ যদি সৃষ্টি না হয় সেক্ষেত্রে ভালই ঠান্ডা পড়ে যাবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে ভালই ঠান্ডা অনুভূত হবে কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭°সে আশেপাশে চলে যাবে।। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা ওদের পার্শ্ববর্তী অঞ্চলে রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে দুই একটি জায়গায় উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টা পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে না উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।
#Weatherofwestbengal

No comments:
Post a Comment