Weather of west bengal
নিজস্ব সংবাদদাতা: আপাতত হুগলি জেলার আলু চাষীদের জন্য সুখবর যে সকল কৃষকরা দেরি করে আলু বসাতে শুরু করেছেন তাদের জন্য সুখবর আপাতত দশ দিন থেকে বারো দিন বৃষ্টির সম্ভাবনা হুগলী জেলায় নেই বরং এই সময়ে পরিষ্কার আবহাওয়া ও ঠান্ডার অনুভূতি বাড়বে ভোরের দিকে হালকা একটা কুয়াশার আচ্ছাদন মাঠের উপর দেখা যাবে। এই পরিষ্কার আবহাওয়া টাকে কাজে লাগিয়ে শীতকালীন শাকসবজি ও আলু বপনের জন্য ও পরিচর্যার জন্য যথেষ্ট বড় সময় আসছে। এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে ফলন ভালো হবে। তবে এটা কখনোই ভাববেন না এই বড় বৃষ্টিহীন সময়ের পর আর নতুন করে বৃষ্টি হবেনা। কারণ শীতকালেও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয় এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকে তাই এই সময়ের পরেও বৃষ্টির সম্ভাবনা থাকবে এরকম চিন্তা ভাবনা মাথায় নিয়ে শীতকালীন শাকসবজি ও ফসলের চাষের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিয়ে রাখবেন। আপাতত বর্তমানে এবং আগামী 12 দিনের মধ্যে হুগলি জেলার গোঘাট এক গোঘাট দুই আরামবাগ পুড়শুড়া খানাকুল১ খানাকুল দুই জাঙ্গিপাড়া তারকেশ্বর চন্ডীতলা এক চন্ডীতলা ২ হরিপাল সিঙ্গুর শ্রীরামপুর পোলবা দাদপুর চুঁচুড়া ধনিয়াখালি পান্ডুয়া বলাগড় এই সমস্ত ব্লকগুলোর কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই বেশিরভাগ সময়ে রৌদ্রজ্জ্বল বা হালকা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যেতে পারে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই। তবে এই বৃষ্টিহীন সময়ের পর নভেম্বরের শেষ দশ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হলেও হতে পারে। এই বৃষ্টি নিম্নচাপ থেকে হতে পারে তবে নিম্নচাপের গতিবিধির ওপর নির্ভর করছে বৃষ্টি তাই এই বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে সম্ভাবন একটা থাকছে সে রকম ভাবে ধরেই আপনারা ফসল চাষ করুন তবে এই নভেম্বরে শেষ সপ্তাহ বৃষ্টি যদি না হয় তাহলে ডিসেম্বর মাসে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা সেরকম থাকবে না।

No comments:
Post a Comment