ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার সূর্যদয় দেখতে আজই চলুন উত্তরবঙ্গ ও সিকিমে। নাহলে মিস করবেন বড়ো কিছু। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, November 06, 2025

ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার সূর্যদয় দেখতে আজই চলুন উত্তরবঙ্গ ও সিকিমে। নাহলে মিস করবেন বড়ো কিছু।

নিজস্ব সংবাদদাতা: কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় কে না দেখতে চায় তবে সিকিম আর উত্তরবঙ্গ অনেকটাই এমনই জায়গা যেখানে কাঞ্চনজঙ্ঘা এবং তার উপরে সূর্যোদয়ের কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধ চট করে দেখা পাওয়া যায় না। তা দেখতে পেতে পরিষ্কার আবহাওয়ার দরকার হয়। আরে এই ধরনের পরিষ্কার আবহাওয়া আগামী ৭ দিন কন্টিনিউ করবে উত্তরবঙ্গ ও সিকিমে উত্তরবঙ্গ ও সিকিমে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বা বঙ্গোপসাগরে নিম্নচাপ না থাকার কারণে ঝকঝকে আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গ ও সিকিমে। সেই সঙ্গে বাড়বে হার কাঁপানো ঠান্ডার অনুভূতি বিশেষত পেলিং, সান্দাকফু, ফালুট, দার্জিলিং, গেজিং থেকে অত্যন্ত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে অন্যদিকে উত্তর সিকিমে উল্লেখযোগ্য দুর্যোগের সম্ভাবনা না থাকায় নাথুলা বাবা মন্দির এই সমস্ত জায়গা গুলোতে যাতায়াত করা যেতে পারে। এছাড়া পরিষ্কার আবহাওয়ার সুযোগে শৈল শহর দার্জিলিং ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৭ দিনের মধ্যে। দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কার্শিয়াং কালিম্পং এই সমস্ত অঞ্চলে সকালের দিকে হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি কুয়াশা ব্যতীত উত্তরবঙ্গের বাকি অঞ্চলে তে আগামী সাত দিনে পরিষ্কার ঝকঝকে আবহাওয়া বিরাজ করবে। আগামী ৭ দিনে কাঞ্চনজঙ্ঘা ও স্লিপিং বুদ্ধের সূর্যদয় দেখার সেরা সময়। একেবারে নিখুঁত ছবি তোলা যাবে সকালের দিকে পেলিং, সান্দাকফু, ফালুট, দার্জিলিং সহ উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন অঞ্চল থেকে।
Weather of west bengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......