#Weatherofwestbengal
নিজস্ব সংবাদদাতা: লানিনা পরিস্থিতি থাকার জন্য ২০২৫ ও ২৬ সালের শীত অন্যান্য বছরের তুলনায় বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ হলো লানিনা পরিস্থিতি থাকার কারণে উত্তর পশ্চিমা শুষ্ক শীতল বাতাসের তীব্রতা বেশি থাকবে। উত্তর পশ্চিম ভারতের সমভূমি ও ছোট নাগপুর মালভূমি অন্যান্য বছরের তুলনায় বেশি ঠাণ্ডা হবে। যার জন্য শাল সেগুনের জেলা পুরুলিয়া অন্যান্য বছরের তুলনায় ২০২৫-২৬ সালের শীতে বেশি শীতল হবার সম্ভাবনা রয়েছে। তাবলে পুরুলিয়ায় বরফ পড়বে এই ধারণা সঠিক নয়। কারণ বরফ পড়তে গেলে একটি নির্দিষ্ট উচ্চতা এবং নির্দিষ্ট অক্ষাংশগত অবস্থান প্রয়োজন। পুরুলিয়ার গড় উচ্চতা হিমরেখার অনেক কম উচ্চতায় আছে যার জন্য অধঃক্ষেপন হিসেবে তুষারপাত হবার সম্ভাবনা নেই। তবে খুব শীতে ভোরের দিকে হালকা তুষারের স্তর দেখা যেতে পারে যাকে গ্রাউন্ড ফ্রস্ট বলা হয়। ২০২৫ সালে পুরুলিয়ার বেগুনকোদর সহ বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৪-৫°সে আশেপাশে নেমে যেতে পারে।।

No comments:
Post a Comment