বঙ্গে শুরু হতে চলেছে শীতের দুর্দান্ত ইনিংস ! - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, December 03, 2025

বঙ্গে শুরু হতে চলেছে শীতের দুর্দান্ত ইনিংস !


বঙ্গে শুরু হতে চলেছে শীতের দুর্দান্ত ইনিংস !

আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী ২৪ ঘন্টা থেকে দক্ষিণবঙ্গের সমস্ত  অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলেও এই তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১২° থেকে ১৪° সেলসিয়াসের কাছাকাছি।

বিশেষত দার্জিলিং ও কালিংপং এ আগামী ২৪ ঘণ্টা থেকে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় ৫°-৭°সেলসিয়াস লক্ষ্য করা যাবে। তার সাথে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। আজ থেকেই উত্তরে হওয়ার দাপট বৃদ্ধি পাবে উত্তরসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে ভ্রমণের জন্য মনোরম পরিবেশ বজায় থাকবে। তবে এই শীতে আমেজ দীর্ঘদিন লক্ষ্য করা যাবে।

No comments:

Post a Comment