পূর্বাভাস মতোই বিগত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখনো পর্যন্ত আজ হলো মরশুমের শীতলতম দিন। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই শুরু দক্ষিণবঙ্গে শীতের দাপট। এভাবে আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।
আজ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২° সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।নদীয়া জেলার মধ্যে কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় ১১° সেলসিয়াস। এছাড়াও কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরে হওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে যার প্রভাবে সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পেয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রৌদ্রজ্জ্বল পরিবেশ বজায় থাকবে।

No comments:
Post a Comment