দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে আগামী কয়েক দিন আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। মাঝে মাঝে হালকা মেঘের আনাগোনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা দিনের বেলায় ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতের দিকে পারদ নামতে পারে ৮ থেকে ১০ ডিগ্রির ঘরে। এই আবহাওয়া ভিউ পয়েন্ট, সানরাইজ ও কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য অত্যন্ত অনুকূল।
ডুয়ার্স ও তরাই অঞ্চলে আবহাওয়া তুলনামূলকভাবে উষ্ণ থাকবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, লাটাগুড়ি ও জলদাপাড়ায় দিনের তাপমাত্রা ২২ থেকে ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ দেখা যাবে। জঙ্গল সাফারির জন্য এই সময়টি বেশ উপযোগী, কারণ বৃষ্টি কম থাকায় বন্যপ্রাণী দেখার সুযোগ বাড়ে।
পর্যটকদের জন্য এই আবহাওয়া ভ্রমণের ক্ষেত্রে বেশ আরামদায়ক হলেও পাহাড়ে হালকা ঠান্ডার কারণে গরম পোশাক সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে ভোরের দিকে টাইগার হিল, লেপচাজগত বা লাভা-লোলেগাঁও ভ্রমণে গেলে শীতের অনুভূতি বেশি হবে। পাশাপাশি পাহাড়ি রাস্তায় কুয়াশার কারণে গাড়ি ধীরে চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে বলা যায়, আগামী কয়েক দিন উত্তরবঙ্গ পর্যটকদের জন্য বেশ উপভোগ্য আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে। পাহাড়ে পরিষ্কার আকাশ, ডুয়ার্সে মনোরম উষ্ণতা ও বৃষ্টির অনুপস্থিতি ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে। সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে এই সময় উত্তরবঙ্গ ভ্রমণ নিঃসন্দেহে স্মরণীয় হয়ে উঠতে পারে।

No comments:
Post a Comment