কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, December 07, 2025

কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি

কলকাতার আকাশ আগামী তিন দিনে এক ধরনের রহস্যময় আবহাওয়ার পর্দা তৈরি করতে যাচ্ছে — দিগন্তে সূর্য থাকলেও, বাতাসে বয়ে আসবে কুয়াশা আর কিছু অস্বাস্থ্যকর মরিচা। চলুন দেখি, কী ধরনের প্রস্তুতি দরকার এবং এই আবহাওয়া কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে।
👉আগামী তিন দিনের কলকাতা ও তার সংলগ্ন অঞ্চল জুড়ে আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে খুবই মনোরম এবং আদর্শ। দিনের বেলা আকাশে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করল ভোরবেলা এবং রাত্রের দিকে বেশ কিছু স্থানে কুয়াশা করিলক্ষিত হতে পারে।
👉 দিনের বেলা তাপমাত্রা পরিলক্ষিত হবে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং রাত্রেবেলা তাপমাত্রা পারদ পতন ঘটবে প্রায় ১৪ থেকে ১৬ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি।
👉 তেমনভাবে উল্লেখযোগ্য কোথাও শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকছে না তেমনভাবে। এবং তাপমাত্রার পতনের খুব একটা সম্ভাবনা থাকছে না বলা যেতে পারে এই একই ধরনের তাপমাত্রা লক্ষ্য করা যাবে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায়। 
👉 কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলের বিভিন্ন স্থান পরিদর্শনের জন্য আদর্শ সময় হিসেবে বিবেচিত হবে এই সময়টি। আপনারা যারা কলকাতা পরিভ্রমণের পরিকল্পনা করছেন তারা ইতিমধ্যেই কলকাতা ভ্রমণ করে ফেলতে পারেন আদর্শ আবহাওয়ার সঙ্গে। 
সার্বিকভাবে বলা যায়, আগামী তিন দিন কলকাতার আবহাওয়ায় বড় কোনও চরম পরিবর্তন না থাকলেও কুয়াশা, হালকা শীত ও দূষিত বাতাস মিলিয়ে একটি সতর্কতামূলক পরিস্থিতি বজায় থাকবে। দিনের বেলা হালকা উষ্ণতা থাকলেও সকাল ও রাতের ঠান্ডা অনুভূত হবে বেশি। আবহাওয়ার এই দ্বৈত রূপে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা প্রভাবিত হতেই পারে। তাই আবহাওয়ার প্রতি নজর রেখে, স্বাস্থ্য-সচেতন থেকেই দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করাই এই মুহূর্তে সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......