❄️উত্তরবঙ্গের আবহাওয়ার আকর্ষণীয় চেহারা - উত্তরের হাওয়া দাপটে পাহাড় থেকে সমতল যেন মুখরিত❄️
গত কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে পার্বত্য অঞ্চল গুলিতে তাপমাত্রা বেশ অনেকটাই কমে এসেছে যেমন পার্বত্য অঞ্চল তথা দার্জিলিং কালিম্পং ও তার তৎসংলগ্ন এলাকা জুড়ে তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ০৪ থেকে ০৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এবং সমতলভূমি অঞ্চল গুলিতে তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় তাপমাত্রার তারতম্য ঠিক কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গ জুড়ে।
👉 সমগ্র উত্তরবঙ্গ জুড়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে সর্বত্র। কোন কোন স্থানে ভোরের দিকে ঘন কুয়াশা পরিলক্ষিত হতে পারে।
👉 তাপমাত্রার তেমন কোন হেরফের পরিলক্ষিত না হলেও পার্বত্য অঞ্চল সহ সমতল ভূমি অঞ্চলগুলিতে একই রকম তাপমাত্রা বিরাজ করবে আগামী দিনগুলিতে।
👉 পার্বত্য অঞ্চল ভ্রমণের জন্য আদর্শ সময় হল এই সময়টি। যারা পার্বত্য অঞ্চল পরিক্রমণ করার চিন্তা করছেন তারা এই সময়ে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
👉 পার্বত্য অঞ্চল সহ সমতলভূমি অঞ্চল গুলিতে বেশ কিছু স্থানে ভোরবেলা এবং রাতের বেলা কুয়াশা পরিলক্ষিত হতে পারে।
অতএব বলা যায় উত্তরবঙ্গ পরিভ্রমণের জন্য আদর্শ সময় হচ্ছে এই সময়টি কোন দুর্যোগ সম্ভাবনা না থাকার কারণে আপনারা সহজেই মনোরম আবহাওয়া পাবেন উত্তরবঙ্গের প্রায় সর্বত্র স্থান জুড়ে। তরাই ডুয়ার্স অঞ্চল পরিভ্রমণের জন্য এই সময়টি আদর্শ। শীতের আমেজসহ মনোরম আবহাওয়ার সংমিশ্রণে এক মুখরিত আবহাওয়া সৃষ্টি করেছে সমগ্র উত্তরবঙ্গ। উত্তরের শীতল হাওয়া প্রভাব, মনোরম আবহাওয়া সহ পাহাড়ের অপূর্ব দৃশ্য সহজেই পাহাড় প্রেমী মানুষদের যেন আরো আকর্ষণীয় করে তোলে।

No comments:
Post a Comment