দক্ষিণবঙ্গে চলছে শীতের দুর্দান্ত ইনিংস, উত্তরের হাওয়া দাপটে কাবু দক্ষিণবঙ্গবাসী
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিগত বেশ কয়েকদিন ধরে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতেও এইভাবে শীতের দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে শ্রীনিকেতনে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে গত ২৪ ঘন্টায়। এছাড়াও কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ১১° সেলসিয়াস। এইভাবেই দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২°-১৬° সেলসিয়াস থাকবে।
পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্র ১০°-১২° সেলসিয়াস এর কাছাকাছি লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গে সমস্ত অংশেই ভোরের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে, সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলবে। কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১৪°-১৫° সেলসিয়াস। দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে, ভোর ও রাতের তাপমাত্রা কম থাকবে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে এইভাবে শীতের দুর্দান্ত ইনিংস চলবে তবে তারপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

No comments:
Post a Comment